ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড লিস্ট হাইড করুন

আপনি হয়তো খুব সহজে আপনার ফ্রেন্ড লিস্ট টাকে লুকিয়ে রাখতে পেরেছেন।কারন আমরা অনেকেই চাই না যে আমাদের পার্সোনাল ফ্রেন্ড গুলোকে যাতে অন্য কেউ দেখতে না পায়!

কিন্তু একটা বিষয় স্পষ্ট যে আপনি যখন আপনার ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন তখন তা সম্পূর্ণ লুকানো হয় না।

অর্থাৎ কেউ যদি আপনার ফ্রেন্ড থাকে এবং ওই ফ্রেন্ডের বন্ধু গুলো যদি আপনার বন্ধুর সঙ্গে মিলে যায় তাহলে আপনি ওই বন্ধুটি দেখতে পারবেন।

কিংবা কেউ যদি আপনার প্রোফাইলে ভিজিট করেন তাহলে সে ও দেখতে পারবে যদি আপনার ফ্রেন্ডস এবং ওই ব্যক্তির ফ্রেন্ডস একই থাকে। এটা কে সাধারনত পারস্পরিক বন্ধু বলা হয়।

কেমন হয় যদি আপনি এই মিউচুয়াল ফ্রেন্ডকে  হাইড করে  দেন?


এটা করলে কেউ শুধু আপনার ফ্রেন্ড নয় বরং আপনার মিউচুয়াল বন্ধু কেউ দেখতে পারবে না!

এর জন্য আপনি যদি Uc browser ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো হয়!

আপনি এটা দিয়ে আপনার প্রোফাইলে ঢোকার পর একটি অপশন দেখতে পারবেন আর সেটি হল এক্টিভিটি লগ এই অপশনে  ক্লিক করুন।

বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশটটি দেখতে পারেন!
মিউচুয়াল ফ্রেন্ড লিস্ট হাইড করুন সবচেয়ে সহজ উপায়ে|

এটাতে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ একটি নতুন পেজে।এটাতে আপনি ঐ সমস্ত জিনিস গুলো দেখতে পারবেন যা আপনি পূর্বে ফেসবুকে করেছেন!

এখানে উপরে Filter বলে একটি অপশন আছে আপনি ওটাতে ক্লিক করে অনেকগুলো অপশন পাবেন যা থেকে আপনাকে “Added Friends” এ ক্লিক করতে হবে।

এটা সিলেক্ট করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন আপনার সকল বন্ধু-বান্ধবদেরকে! এখন আপনার কাজ হবে ওই বন্ধুদের কে হাইড করা।

এর জন্য আপনি নিচে একটা অপশন দেখতে পারবেন এটি হলো “Hide from timeline” এটায় ক্লিক করুন তাহলে কাজ শেষ।

ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড লিস্ট হাইড করুন সবচেয়ে সহজ উপায়ে|

আর এতে ক্লিক করার পর আপনি আরেকটি  পেইজ দেখতে পারবেন। এবং এখানে লেখা থাকবে যে আপনি সফলভাবে আপনার বন্ধুকে ফেসবুক টাইমলাইন থেকে হাইড করতে পেরেছেন।


অর্থাৎ আপনি এখান থেকে যতগুলো বন্ধুকে হাইড ফর্ম টাইমলাইন করবেন ততগুলো বন্ধুকে ফেসবুকে কেউ আপনার মিউচুয়াল বন্ধু হিসেবে অন্য কেউ দেখতে পারবে না।

ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড লিস্ট হাইড করুন সবচেয়ে সহজ উপায়ে|

 এই সেই সিম্পল প্রসেস এভাবে আপনি আপনার মিউচুয়াল বন্ধু গুলো কেউ খুব সহজে লুকিয়ে রাখতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top