ফেসবুক পেজকে কিভাবে গ্রুপ এডমিন করবে?

ফেসবুক গ্রুপ হয়তো  আমাদের সকলেরই কমবেশি আছে। কিন্তু  আমাদের ফেসবুক গ্রুপ টা যখন বড় হয় তখন এর ঝুঁকি ঠিক অনেকটা বেড়ে যায়।
আর অনেকেই তাদের ফেসবুক আইডিটা কে গ্রুপের এডমিন দিয়ে থাকে।

কিন্তু আমাদের ফেসবুক আইডিটা গ্রুপের এডমিন হিসেবে কতটুকু সেইফ?

আসলে ফেসবুক আইডিতে যখন কয়েকজন মিলে রিপোর্ট দিয়ে দিবে আপনার আইডি টাই ডিসেবল করে দিতে পারে।

কিন্তু কেউ যদি আপনার গ্রুপের সকল এডমিন এবং মডারেটরদের ফেসবুক  আইডি ডিজেবল করে দেয়,তাহলে খুব সহজেই আপনার গ্রুপের এডমিন হতে পারে।

আর আপনি যদি আপনার আইডি না দিয়ে আপনার  একটি পেজকে আপনার গ্রুপের এডমিন দিয়ে দেন, তাহলে আপনার ফেসবুক আইডি এর চেয়ে আপনার পেইজ গ্রুপকে সিকিউর করার ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখবে।

কারণ একটি ফেসবুক আইডি ডিজেবল করা যতটা সহজ তার চেয়ে হাজার হাজার গুন কঠিন আপনার ফেসবুকে পেজটাকে হ্যাক করা অথবা  ডিজেবল  করা।

তাছাড়া আপনার গ্রুপটি যদি অনেক পপুলার হয় তাহলে আপনার গ্রুপ থেকে আপনার ফান পেইজএ অনেক লাইক পেতে পারেন।

এতে করে এক ঢিলে দুই পাখি শিকার হয়ে যায়।অর্থাৎ আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজ টা কে প্রোমোট করতে পারবেন।

কিন্তু আসলে আমরা অনেকেই পেরে উঠতে পারি না যে কিভাবে আমাদের ফেসবুক পেজ থেকে গ্রুপে এডমিন করে দেবো?

এই পোস্টটি আমি আলোচনা করেছি কিভাবে আপনি আপনার পেইজ টাকে গ্রুপের এডমিন করে আপনার গ্রুপ কে হ্যাক হওয়ার হাত থেকে হাই লেভেলের সিকিউরিটি দিবেন।

এর জন্য প্রথমে আপনার ফেইসবুক পেইজে যেতে হবে এবং এখান থেকে আপনি একটি অপশন পাবেন আর তা হলো “Group

এবার আপনার পেইজটাকে করে দিন আপনার গ্রুপ এডমিন!(গ্রুপকে হ্যাক হওয়ার হাত থেকে বাচান)

এবার গ্রুপ এ ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজ এ নিয়ে আসা হবে এবং সেখানে আপনি আপনার গ্রুপ কে দেখতে পারবেন।

এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে” Link Your Group

এবার আপনার পেইজটাকে করে দিন আপনার গ্রুপ এডমিন!(গ্রুপকে হ্যাক হওয়ার হাত থেকে বাচান)

সিলেক্ট করা হয়ে গেলে আপনি আপনার গ্রুপে ভিজিট করে দেখতে পারবেন আপনার পেজ টা Add হয়ে গেছে।

এভাবে আপনি আপনার যত পেইজ আছে আপনি চাইলে ঠিক তত গুলো পেজ এড করে রাখতে পারবেন।

মনে রাখবেন একটি পেইজ আপনার ফেইসবুক গ্রুপ কে হ্যাক হওয়া কিংবা ডিসেবল হওয়ার হাত থেকে অনেকটা বাঁচিয়ে দিতে পারে! 

তাই চেষ্টা করবেন আপনার পেইজগুলোকে ফেসবুক গ্রুপের এডমিন হিসাবে এড করার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top