ফেসবুকে ওভারলোডড আইডিতে রিপোর্ট করুন

আমরা ফেইসবুকে অনেক সময় ওভারলোডেড আইডি দেখতে পাই।

আর এরকম আইডি তৈরি করার মুল উদ্দেশ্যে হলো যাতে করে কেউ প্রোফাইলে ভিজিট করতে না পারে এবং ফেসবুক আইডিতে কেউ রিপোর্ট না করে।

আর এ ওভারলোডেড আইডি যদি তারা একবার করে ফেলে তাহলে আপনার কোন ক্ষমতা নেই তাদের প্রোফাইলে ভিজিট করা।

আপনি যখনি যেকোন ব্রাউজার দিয়ে তাদের প্রোফাইলে ভিজিট করবেন, তখন তাদের প্রোফাইলে ক্লিক করার পর কেয়ামতের আগ পর্যন্ত এটা লোড নিতে থাকবে! 

মুল কথা কখনোই আপনি তাদের প্রোফাইলে ভিজিট করতে পারবেন না। আর যদি ভিজিট করতে না পারেন তাহলে রিপোর্ট কিভাবে করবেন?

তাহলে কিভাবে তাদের প্রোফাইলে রিপোর্ট করবেন?+

এর জন্য আজকের এই পোস্টটি লেখা। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি এটা ফলো করলে ওভারলোড হোক আর যাই হোক এরকম ফেসবুক আইডিতে রিপোর্ট করতে পারবেন তাও খুব সহজেই। 

এর জন্য আপনাকে কোন পিসি, ডেক্সটপ কিংবা ল্যাপটপ এর সাহায্য নিতে হবে না আপনি যে কোন ব্রাউজার দিয়ে তা রিপোর্ট করতে পারবেন।

এজন্য আপনি নিচে দেওয়া লিঙ্কটি কপি করুন এবং আমি যেভাবে বলছি সেভাবে কাজ করে যান তাহলেই খুব সহজেই আপনি তাদের আইডিতে রিপোর্ট করতে পারবেন। 

http://mbasic.facebook.com/mbasic/more/?owner_id=Overlite Id code

এখন আপনার প্রশ্ন হতে পারে “Overlite Id code” এর জায়গা কি বসাবো?

এখানে আপনি ওই ফেসবুক আইডির কোড বসাবেন যে আইডিটি ওভারলোডেড এবং যে আইডিতে ভিজিট করা যাচ্ছে না।

এর জন্য আপনাকে প্রথমে আইডিটি সার্চ দিয়ে বের করে ক্লিক করতে হবে।

আমি বলছি না এটি টিকে ওপেন করতে হবে। শুধুমাত্র ক্লিক করলেই উপরে আপনি লিংক দেখতে পারবেন।

যদি না বুঝেন তাহলে নিচের স্ক্রিনশট ফলো করুনঃ

ফেসবুকে ওভারলোডেড আইডিতে রিপোর্ট করুন খুব সহজে! (Without PC Or Fast Browser)

এবার এই কোডটি কপি করার পর উপরের লিংকে বসিয়ে দিবেন! 

*এই কোডটি ওই ওই ফেসবুক আইডির কোড।

তাহলে লিংকটি হবে এইরকম:-http://mbasic.facebook.com/mbasic/more/?owner_id=10003462600735

এবার আপনি ঐ লিঙ্কে ক্লিক করলে সরাসরি ফেসবুক আপনাকে রিপোর্ট অপশনে নিয়ে যাবে।

ফেসবুকে ওভারলোডেড আইডিতে রিপোর্ট করুন খুব সহজে! (Without PC Or Fast Browser)

এবং আপনি খুব সহজেই এভাবেই ওভারলোডেড ফেসবুক একাউন্ট কে রিপোর্ট করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top