ফেসবুকে পোক জিনিসটা আসলে কি?

পোক আসলে কি?

ফেসবুক ব্যবহার করেন কিন্তু পোক  সম্বন্ধে জানেন না এরকম লোক খুবই কম সংখ্যক খুঁজে পাওয়া যাবে।

আসলে ফেসবুকে এই অপশনটি আমরা সচরাচর দেখতে পাই এবং আমরাও যে কাউকে অনেক সময়ই পোক মারি।

কিন্তু এই পোক জিনিসটা কাজ আসলে কি? ফেসবুক কেন এ বিষয়টি ফিচার হিসেবে এখানে যুক্ত করল?

আসলে আমরা মনে করি যে এ পোক জিনিসটা শুধুমাত্র কারো সাড়া পাওয়ার জন্য ব্যবহার করা হয়।

বিষয়টা কিছুটা সত্য হলেও আসলে ফেইসবুক এ ফিচারটি কারো সারা  পাওয়ার জন্য ফেসবুকে আনেনি!

তবুও এই পক অপশনটি দিয়ে যেকোনো ভিকটিমের সারা গ্রহণ করা যায়। আসলে আমরা যখন কাউকে পক করি তখন ঐ ভিকটিমের ফেসবুকের নোটিফিকেশন চলে যায়

কিন্তু এর রহস্য আসলে এরকমটা নয়। এর মূল কারণ হলো আপনি যখনই কাউকে পক মারেন তখনই ওই ব্যক্তির কাছে যখন নোটিফিকেশন যায়!সে আপনার পক ব্যাক করে তাহলে এখানে একটি কাজ হয়ে যায়!

কিন্তু কাজটা আসলে কি হয়?

ফেসবুক কর্তৃপক্ষ এমনটা জানিয়েছে  আপনি যদি কাউকে পক করেন এবং সে যদি আপনার পোক ব্যাক করে, তাহলে আপনি তিন দিন যাবত ওই ব্যক্তিটির সকল পোষ্ট পাবেন এবং তার প্রোফাইল দেখতে পারবেন।

যেমনটা তার বন্ধু-বান্ধবরা দেখতে পায় অর্থাৎ আপনি যদি ওই ব্যক্তিটির ফ্রেন্ড না হন, 

তাহলে নিশ্চয়ই আপনি ওই ব্যক্তির সকল পোস্ট কিংবা ছবিগুলো কিংবা সকল ইনফরমেশন ডকুমেন্টগুলো দেখতে পারবেন না।

এর জন্য আপনাকে অবশ্যই তার ফ্রেন্ড হতে হবে। কিন্তু আপনি যদি একবার পক করেন এবং সে যদি আপনার পক ব্যাক করে তাহলে আপনি তিন দিন যাবত তার বন্ধুত্বের সকল স্বাদ গ্রহণ করতে পারবেন।

আর এটাই হল ফেসবুকে পক এর আসল রহস্য আপনি হয়তো এটা আগে জানতেন কিংবা নাও জানতেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top