ফেসবুক পেইজের জন্য মেসেন্জার অটো রিপ্লে বুট (শেষ পর্ব)

ফেসবুক পেইজে অটো রিপ্লাই সম্পর্কে আমি আগে একটি পোস্ট পাবলিশ করেছি এবং বলেছিলাম এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব।

আগের পোস্টটাতে শুধুমাত্র কিছু বেসিক সম্পর্কে  আলোচনা করা হয়েছে। এবং এই পোস্টে আগের চেয়ে একটু বেশি আলোচনা করার চেষ্টা করব।

আপনি যদি আগের পোস্টটি না দেখে থাকেন তাহলে নিচের লিঙ্ক থেকে এটা আবার দেখতে পারেন।

Post Url: (পর্ব-১) আপনার ফেইসবুক পেইজের জন্য তৈরী করুন একটি অটো রিপ্লে দেওয়া মেসেন্জার বুট তৈরী করুন!

আগের পোস্টে শুধুমাত্র আলোচনা করা হয়েছে কিভাবে আপনি একটি মেসেজের রিপ্লাই দিবেন। আর এই পোস্টে আমি আলোচনা করব কিভাবে আপনি যেকোন মেসেজের রিপ্লাই যুক্ত করবেন!

অর্থাৎ হাই,-হ্যালো থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনি চাইলে অটো রিপ্লাই সাহায্যে রিপ্লাই দিতে পারেন!

এর জন্য প্রথমে আপনি আগের পর্বে দেখানো ওয়েব সাইটের  ড্যাশ-বোর্ডে চলে যান!


Link: Dashboard Chatfuel

তাহলে আপনি নিচের স্ক্রীনশটএর মত পেইজ দেখতে পারবে। এবং সেখান থেকে আপনাকে একটি অপশন সিলেক্ট করতে হবে আর সেটা হলো “Set up all

এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি আরও অনেক অপশন দেখতে পারবেন!

এবং আপনাকে অপশনগুলা দিয়ে কিভাবে আপনার কার্য সম্পাদন করবেন এটা জানতে হলে আমাকে ফলো করুন।

প্রথমে যথারীতি আপনাকে “New Group” এ ক্লিক করতে হবে, তাহলে আপনি নিচের মত পেজ দেখতে পারবেন!

(শেষ পর্ব) ফেইসবুক পেইজের জন্য তৈরী করুন মেসেন্জার অটো রিপ্লে বুট!

উপরে দেওয়া স্ক্রীনশট এর প্রথম বক্সটিতে আপনি কিছু কমন ওয়ার্ড লিখুন যেগুলা প্রধানত যে কেউ মেসেজ করে।

যেরকমটা আমি লিখেছি- Hi,Hello ইত্যাদি! তবে আপনাকে অবশ্যই প্রত্যেকটি ওয়ার্ড লেখার পরে কীবোর্ড থেকে এন্টার এ চাপ দিতে হবে।

তাহলেই ওয়ার্ড  টি আলাদা ওয়ার্ড হবে! নয়তো সবগুলোই একই রকম দেখাবে।

আর ইনটার সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে এটা আমাদের কিবোর্ডে আছে।

আর যাদের নেই তারা কি বোর্ডের নিচের দিকে “↩” এরকম অপশন দেখতে পারবেন প্রতিটি ওয়ার্ড লেখার পর এটাতে ক্লিক করুন।

এবার কেউ যদি আপনাকে এরকম মেসেজ দেয় তাহলে কিভাবে আপনি অটো রিপ্লাই করবেন।

এর জন্য ডান দিকে একটি বক্স আপনি হয়তো দেখতে পারছেন! এটাতে আপনি এই ওয়ার্ডগুলো লিখুন যা কেউ মেসেজ দেওয়ার পর আপনি রিপ্লাই দিতে চান!

বিষয় গুলা একদম ক্লিয়ার এর জন্য আপনি উপরের স্কিনশর্টটি আরেকবার দেখুন!

আবার আপনি চাইলে “Add All Role এটাতে ক্লিক করে আরো অনেক রিপ্লাই যোগ করতে পারবেন!

এবং যথারীতি এর ডান পাশে বক্সটিতে আপনি আপনার দেওয়া প্রদত্ত মেসেজে কি রিপ্লাই দিবেন সেটাও লিখে রাখবেন।

তাহলে এরকম মেসেজ যে কেউ দিলে সরাসরি রিপ্লাই চলে যাবে!

আর এভাবে আপনি চাইলে আপনার পেইজে দেওয়া যেকোন মেসেজের অটো রিপ্লাই দিতে পারবেন।

 

(শেষ পর্ব) ফেইসবুক পেইজের জন্য তৈরী করুন মেসেন্জার অটো রিপ্লে বুট!



দেখুন আমি উপরে যে জিনিস গুলো করেছি মেসেজ দেওয়ার পরেই ওই রিপ্লাই গুলা অটোমেটিকলি চলে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top