10 ফেসবুক অটো লাইক সাইট | 1 ক্লিক 500 লাইক

ফেসবুকের যেকোন পোস্ট ইন্টারেস্টিং কিনা সেটা বুঝা যায় সেই পোস্টে কতটা লাইক পড়েছে সেটার উপর। 

তবে আমাদের ফেসবুক স্টাটাসে অনেক সময়ই দেখা যায় তেমন একটা লাইক পড়ে নাহ। এটার কারণ অনেকগুলা হতে পারে।

প্রথমত, আপনি যদি ফেসবুকে তেমন একটা একটিভ না থাকেন কিংবা অন্যের স্ট্যাটাসে লাইক কমেন্ট না করেন তাহলে আপনার স্ট্যাটাসে কেউ লাইক করবে না।

তবে ফেসবুক স্ট্যাটাসে লাইক বাড়ানোর জন্য আমাদের অনেক সময় ফ্রেন্ডলিস্ট  বড় করতে হয়, যা অনেকেরই পছন্দের মধ্যে পড়ে না।

আর এসব হিসাব সমীকরণের মধ্য থেকে আমরা ফেসবুক স্ট্যাটাস এর জন্য অটো লাইক বেচে নেই।

কারণ এরকম অনেক সাইট আছে যেগুলো থেকে আপনি চাইলে ফ্রিতে আপনার যেকোন ফেসবুক স্ট্যাটাসে অটো লাইক নিতে পারবেন।

আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব এরকম দশটি ওয়েবসাইট সম্পর্কে, যে সাইটগুলো থেকে আপনি চাইলে ফ্রিতে এবং এক ক্লিকে 500 অটো লাইক নিতে পারবেন।

সাইট গুলোর লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটি সাইট ব্যবহার করতে পারবেন।

 

তবে অনেক সময় এটা দেখা যায় যে, আমরা এ সমস্ত সাইট থেকে ফেসবুক স্ট্যাটাসে অটো লাইক নেওয়ার পরেও আমাদের ফেইসবুক স্ট্যাটাসে তা যুক্ত হয় না।

এর জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে! অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিং গুলো পরিবর্তন করতে হবে।

একটি কথা হল অটো লাইক নেওয়ার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার দেয়া বয়স অবশ্যই 18 বছর কিংবা তার চেয়ে বেশি হতে হবে।

এবং আপনার প্রত্যেকটি পোস্ট অবশ্যই পাবলিক হতে হবে! অর্থাৎ আপনার পোষ্টের প্রাইভেসী চেঞ্জ করে তা “Friends” থেকে “Public” করতে হবে।

তাইলেই আপনি এ সমস্ত সাইট থেকে অটো লাইক নেয়ার পর আপনার ফেসবুক স্টাটাসে তা অটোমেটিক যুক্ত হয়ে যাবে। 

তবে প্রত্যেকটি সাইট থেকে অটো লাইক নেয়ার ১৫ মিনিট পর আরেকটি সাইট থেকে ট্রাই করতে হবে। 

এবং পর্যাপ্ত পরিমান অটোলাইক  নেয়ার পর আপনার ফেসবুক একাউন্টটি অবশ্যই সিকিউর করে নিবেন। এবং আপনার ফেসবুক একাউন্ট থেকে সাইটগুলো  রিমুভ করে নিবেন। 

1 thought on “10 ফেসবুক অটো লাইক সাইট | 1 ক্লিক 500 লাইক”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top