Gp, Robi, Airtel, Banglalink ,Teletalk Number Check |

বাংলাদেশের অনেক ধরনের সিম বিদ্যমান রয়েছে। যার মধ্যে থেকে অন্যতম কয়েকটি হলো Gp , Robi, Airtel, Banglalink ,Teletalk ইত্যাদি। ঠিক একই রকমভাবে প্রয়োজন হয় Gp number check, Robi number check, Airtel number check, Banglalink number check, Taletalk number check. 

এখান থেকে যে কোন একটি সিম ক্রয় করার পর ওই সিমে আপনার জন্য নির্দিষ্ট একটি নাম্বার যুক্ত করা থাকে, যা সিমটির সত্তা পরিবহন করে।

এবং যখনি আপনি যেকোনো ধরনের সিম ক্রয় করবেন আপনাকে তারা প্রথমেই আপনার নাম্বারটি সম্পর্কে ধারণা দিবে না। অথবা আপনি দাও না যদি পেয়েও যান তাহলে খুব কম সময়ের মধ্যে এটি মুখস্থ করা আমাদের অনেকের পক্ষে অসম্ভব।

এক্ষেত্রে আমাদের কি করতে হয় জানেন? সিমটিকে আমাদের বাসায় এনে তারপর মোবাইল কোডের মাধ্যমে বা অন্য কোন উপায় ওই সিমটা নাম্বার চেক করতে হয়।

আমাদের মধ্যে অনেকেই বিচক্ষণ থাকার কারণে আমরা খুব সহজেই যেকোন সিমের নাম্বার চেক করতে পারি, তবে প্রয়োজনের ক্ষেত্রে তা রীতিমত অসম্ভব।

আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব কিভাবে আপনি খুব সহজে Gp, Robi, Airtel, Banglalink ,Teletalk Number Check করতে পারবেন?

Gp Number Check 

Gp Number Check আপনি খুব সহজে এবং স্বল্প সময়ে করতে পারবেন। এক্ষেত্রে আপনার হ্যান্ডসেট থেকে টাইপ করুন “*2#” তাহলেই আপনি আপনার সিমের নাম্বারটি খুব সহজেই পেয়ে যাবেন।

অথবা আপনি যদি এসমস্ত জটিলতার সম্মুখীন হতে না চান এবং খুব সহজেই যেকোনো জিপি সিমের নাম্বার খুঁজে বের করতে চান, তাহলে একটি পদ্ধতি রয়েছে।

[box title=”Gp Number Check” style=”default” box_color=”#8007e3″ title_color=”#FFFFFF” radius=”4″]*2#[/box]

খুব সহজে এবং স্বল্প সময়ে কোন ধরনের হার্ডওয়ার্ক করা ছাড়াই আপনি যদি Gp Number Check করতে চান তাহলে আপনাকে My gp নামক একটি অ্যাপস ডাউনলোড করতে হবে।

এই অ্যাপসটি সহযোগিতায় আপনি শুধু যে নাম্বার চেক করতে পারবেন তা কিন্তু নয় আপনার সিমে কত টাকা রয়েছে তা এক নিমিষেই চেক করে নিতে পারবেন।

Download My Gp

Robi number Check:

আপনি যদি রবি সিমের গ্রাহক হোন তাহলে খুব সহজে কিভাবে আপনার রবি সিমের নাম্বার চেক করবেন তার একটি পদ্ধতি আমি বর্ণনা করছি।

আপনার হ্যান্ডসেট থেকে Robi number check করতে চাইলে ডায়াল করুন *140*2*4#, তাহলে আপনি আপনার সিমের জন্য নাম্বারটি পেয়ে যাবেন।

[box title=”Robi Number Check” style=”default” box_color=”#8007e3″ title_color=”#FFFFFF” radius=”4″]*140*2*4#[/box]
এছাড়াও আপনি আপনার কাজটিকে সহজ করার জন্য, এবং বার বার আপনার রবি সিমের জন্য নাম্বার চেকিং এর ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চাইলে তাদের একটি অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করতে পারেন।

যার দ্বারা আপনি যেকোন রবি সিমের জন্য নাম্বার এবং ব্যালেন্স খুব সহজেই দেখতে পারবেন।

Download Myrobi

যেকোনো Robi Number Check এর জন্য আপনাকে প্রথমেই ওই অ্যাপসটিতে প্রবেশ করার মাধ্যমে লগইন করতে হবে, এবং মনে রাখবেন লগইন করার সময় আপনার ডাটা কানেকশন যেন অবশ্যই রবি সিমে হয়।

Airtel number check:

বর্তমানে ধরা হয় ইন্টারনেট স্পিড এর সবচেয়ে বেশি এয়ারটেল সিম। আর আপনি চাইলে অন্যান্য সব সিমের মতই খুব সহজেই মোবাইল কোড ডায়াল করার মাধ্যমে Airtel Number Check করতে পারবেন।

এক্ষেত্রে আপনার ডায়াল প্যাড থেকে ডায়াল করুন “ *2# ” অনেকটা গ্রামীণফোন সিমে যেভাবে আপনি নাম্বার চেক করতেন, ঠিক তেমনি ভাবে আপনি এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারবেন।

[box title=”Airtel Number Check” style=”default” box_color=”#8007e3″ title_color=”#FFFFFF” radius=”4″]*2#[/box]

Airtel Number Check করার ক্ষেত্রে আপনি সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে মাই এয়ারটেল অ্যাপস ডাউনলোড করে নিতে হবে।

তাহলে আপনি একদম সহজেই এবং কোন ধরনের জটিলতা ছাড়াই আপনার এয়ারটেল সিমের নাম্বার চেক ব্যালেন্স চেক করতে পারবেন।

Download MyAirtel

অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে তাতে লগইন করে আপনার ডাটা কানেকশন এয়ারটেল সিমে দেয়ার মাধ্যমে যেকোনো ধরনের এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারবেন।

Banglalink number check:

আপনি যদি আপনার বাংলালিংক সিমের জন্য নাম্বার চেক করতে চান তাহলে আপনার মোবাইলে ডায়াল করুন *511*1# । তাহলে আপনি সহজে Banglalink number Check করতে পারবেন।

[box title=”Banglalink Number Check” style=”default” box_color=”#8007e3″ title_color=”#FFFFFF” radius=”4″]*511*1#[/box]

এছাড়াও আপনার কাজকে আরো বেশি সহজ করার জন্য আপনিও চাইলে বাংলালিংকের অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন।

Download Banglalink

আর এই অ্যাপসটি সহযোগিতায় আপনি সহজেই Banglalink Number Check এবং ব্যালেন্স চেক করতে পারবেন।

Teletalk Number check:

আপনি চাইলে আপনার Taletalk number check করার জন্য ডায়াল করতে পারেন *551#।  তাহলে আপনি আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন।

[box title=”Taletalk Number Check” style=”default” box_color=”#8007e3″ title_color=”#FFFFFF” radius=”4″]*551#[/box]

Download Teletalk

অ্যাপসটির সাইজ অনেক ছোট যার কারণে আপনার ফোন স্টোরেজের উপর তেমন একটি প্রভাব ফেলবে না।

আর এই অ্যাপসটি ডাউনলোড করার মাধ্যমে আপনি আপনার Teletalk Number Check এবং ব্যালান্স চেকিং করতে পারবেন।

আর এভাবে আপনি খুব সহজেই Gp number check, Robi number check, Airtel number check, Banglalink number check, Taletalk number check করতে পারবেন। 

এছাড়াও কাজটিকে সহজ করার জন্য আপনি চাইলে সমস্ত অপারেটরে অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করতে পারেন।

Gp , Robi, Airtel, Banglalink ,Teletalk Number Check করুন মাত্র ৫ সেকেন্ডে |

কারণ এই অ্যাপস গুলোর মাধ্যমে আপনি যেকোন সিমের নাম্বার চেক করার ক্ষেত্রে কোন ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। এগুলো ফ্রি এবং আপনার সমস্ত কাজ গুলোকে এই অ্যাপস গুলো আরো বেশি সহজতর করে দেয়।

এক নজরে জেনে নিন Gp , Robi, Airtel, Banglalink ,Teletalk Number Check কোড 

SimNumber Checking Code
GP and
skitto
*2#
Robi*140*2*4#
Airtel*2#
Banglalink*511*1#
Teletalk*551#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top